বর্তমান সময়ে প্রাপ্তবয়স্করা সেলুনে গিয়ে চুল কাটলেও ছোটদের জন্য কিংবা উঠতি বয়সের ছেলেদের জন্য চুল কাটার মেশিনগুলো ব্যবহার করার প্রবণতা অনেক বেশি।
এর কারন হল বাড়িত বসে সহজেই চুল এবং দাঁড়ি কাটা যায়। আর বিশেষ করে যাদের প্রতি সপ্তাহে সপ্তাহের চুল দাঁড়ি কাটা লাগে তাদের জন্য চুল কাটার মেশিন অনেক প্রয়োজনীয়।
এছাড়াও নিয়মিত দাঁড়ি কাটার জন্য একটা ব্যক্তিগত চুল কাটার মেশিন থাকলে ভালই হয়।
এবং আপনি খেয়াল করলে দেখবেন যে অনেকেই তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য চুল কাটার মেশিন ব্যবহার করছে।
তাই যারা ভাবছেন যে নিজের চুল দাঁড়ি কাটার জন্য একটা চুল কাটার মেশিন কিনবেন তাহলে আপনাদেরকে আজকে আমি বলব সেরা কয়েকটি চুল কাটার মেশিন price in bangladesh ২০২৪।
যেগুলো বর্তমানে মার্কেটে বাজেটের মধ্যে এবং বাছাই করা। এবং এই চুল কাটার মেশিনগুলো সবার ফেভারিট।
কেনো চুল কাটার মেশিন ব্যবহার করবেন?
চুল কাটার মেশিন কেন ব্যবহার করবেন এটা বলা অবশ্য অযৌক্তিক। চুল কাটার মেশিন অবশ্যই চুল এবং চুল দাঁড়ি কাটার জন্য ব্যবহার করবেন।
কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে চুল কাটার মেশিন ব্যবহার করলে আপনাদের কি কি সুবিধা হতে পারে।
সাধারণত চুল কাটার মেশিনগুলোকে (ট্রিমার) বলা হয়। এই ট্রিমারকে আপনারা আবার টিউমার মনে করবেন না।
ট্রিমার সাধারণত চুল কাটা, দাঁড়ি কাটা এবং বাচ্চাদের চুল কাটার জন্য সবচেয়ে জনপ্রিয়।
তবে আপনি যদি একটা ট্রিমার ব্যবহার করেন সেক্ষেত্রে প্রতি সপ্তাহে সেলুন দোকানের যে খরচ তা আপনার বেঁচে যাবে।
এছাড়াও সেলুন দোকানগুলোতে দেখা যায় কাস্টমার বেশি থাকলে তাড়াতাড়ি করে চুল দাড়ি কাটতে হয়।
এর ফলে দেখা যাওয়া অনেক সময় সুন্দর নাও হতে পারে। আর আপনার যদি বাড়িতে একটা ব্যক্তিগত ট্রিমার থাকে তাহলে আপনি যখন খুশি তখন আপনার দাঁড়ি কাটতে পারবেন।
আর বলে রাখি যে চুল কাটার মেশিনগুলোতে চুলের চেয়েও দাঁড়ি বেশি কাটা হয়। আশা করি কিছু সাধারণ সুবিধা আপনি বুঝতে পারবেন।
চুল কাটার মেশিনের ব্র্যান্ডগুলো
অনেকগুলো ব্র্যান্ড আছে যারা চুল কাটার মেশিনগুলো তৈরি করে থাকে। তবে এর মধ্যে কিছু ব্র্যান্ডের চুল কাটার মেশিনগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে।
তাই আপনাদেরকে আজকে সেরা কিছু চুল কাটার মেশিনের ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিবো।
যাতে করে আপনারা এখানের দেওয়া প্রোডাক্ট গুলো না কিনলেও অন্য যে কোন জায়গায় ভালো প্রোডাক্ট চিনতে পারেন।
Philips - এই ব্র্যান্ডটি ইলেকট্রিক মাল প্রস্তুত করলেও চুল কাটার মেশিন বা ট্রিমার তৈরি করাতে খুব ভালো গুণগতমান দিয়ে থাকে।
যেমন আপনি যদি মার্কেট থেকে কিংবা অনলাইন থেকে কোন প্রকার ট্রিমার কিনতে জান তাহলে সর্বপ্রথম এই Philips ব্র্যান্ড আপনার চোখে পড়বে।
তবে অনলাইনে অনেকগুলো ব্র্যান্ডের ট্রিমার আছে যেগুলো একেবারে কম দামের। সেগুলোর নির্দিষ্ট তেমন কোন ব্র্যান্ড নেই।
তাই আপনি যদি ভালো মানের খুঁজে থাকেন তাহলে Philips ব্র্যান্ডের ট্রিমার গুলো আপনার জন্য সেরা হবে।
ঠিক এরকম আরো কয়েকটি ব্র্যান্ড হলোঃ Remington, Panasonic, Wahl ইত্যাদি।
আপনাদেরকে আরো একটা তথ্য দিয়ে রাখি সেটা হল চুল কাটার মেশিন এর অনেক ধরণ হয়ে থাকে। যেমনঃ কর্ডলেস, কর্ডেড, ট্রিমার, শেভার ইত্যাদি।
আর আজকে আমরা আলোচনা করছি ট্রিমার সম্পর্কে। যেটাতে বাচ্চাদের চুল কাটার সাথে সাথে বড়রা শেভ করতে পারবে।
কোথায় থেকে চুল কাটার মেশিন কিনবেন?
বর্তমান সময়ে যেকোনো চুল কাটার মেশিন আপনি অনলাইন থেকে কিনতে পারবেন। এবং পাশাপাশি যেকোন ইলেকট্রনিক্স দোকান থেকে কিনতে পারবেন।
অনলাইন থেকে কেনার জন্য সবচেয়ে বিশ্বস্ত হলো দারাজ। তবে আপনি চাইলে রকমারি থেকে ট্রিমার কিনতে পারেন।
হয়তো অনেকেই জানেন যে রকমারি বই বিক্রি করে। কিন্তু রকমারি ইলেকট্রনিক্স অনেক ভালো কোয়ালিটির পণ্য বিক্রি করে থাকে।
চুল কাটার মেশিন price in bangladesh
দেখা যাচ্ছে যে ভালো মানের ট্রিমার গুলো এবং ভালো ব্র্যান্ডের ট্রিমারগুলোর দাম একটু বেশি হয়ে থাকে।
তাই আমি অল্প দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত কিছু ট্রিমার এর ডিটেলস সংগ্রহ করেছি।
আপনি বিডিস্টল ওয়েবসাইটে গেলে ২৮৫ টাকা থেকে শুরু করে অনেক দামের ট্রিমার পাবেন। সকল ট্রিমার এর ডিটেলস নিচে দেখতে পারবেন।
বিডিস্টলে ট্রিমার এর দাম এবং ডিটেইলস
তবে যেহেতু আমার আশেপাশের কেউ কখনো বিডি স্টল থেকে ট্রিমার কিনে নাই তাই আমি আপনাকে এখান থেকে ট্রিমার কেনার সাজেশন দেবো না।
আপনারা চাইলে দারাজ কিংবা রকমমারি থেকে এই ট্রিমারগুলো কিনতে পারবেন।
দারাজে কম টাকা থেকে শুরু করে বেশি টাকা পর্যন্ত কিছু জনপ্রিয় ড্রিমার দেখে নিন।
এখানে আমি কম দাম থেকে শুরু করে বেশি দাম পর্যন্ত সকল ট্রিমার এর দাম সাজিয়েছি। আপনারা কম করে 300 টাকার উপরের ট্রিমার গুলো দেখবেন।
দারাজে চুল কাটার মেশিনের দাম দেখে নিন
যারা সত্যিকার অর্থে ভালো মানের ট্রিমার খুঁজতেছেন তাদের জন্য সবচেয়ে সেরা হল রকমারি।
রকমারিতে আপনি খুব ভালো মানের ট্রিমার পেয়ে যাবেন। কারণ এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা একেবারে কম।
এবং অনেক ভালো কোয়ালিটির সব ট্রিমার দেখতে পারেন।
রকমারিরতে সেরা ট্রিমার দেখে নিন
যারা এমনিতেই চুল কাটার মেশিন সম্পর্কে জানতে চায় এবং তথ্য নিতে চায় তাদের জন্য তারা এবং বিডিস্টল এর লিংকগুলো।
কিন্তু যারা ভাবছেন অনলাইন থেকে মার কিনবেন তাদেরকে আমি সাজেস্ট করব রকমারি থেকে কেনার জন্য।
ভিনটেজ t9 চুল কাটার মেশিন
যে কোন ক্যাটাগরের একটা প্রোডাক্ট মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারে।
এবং যেটা প্রায় সবার হাতে হাতে দেখা যায়। ঠিক সেরকমই ট্রিমার জগতে ভিনটেজ t9 চুল কাটার মেশিন খুব জনপ্রিয়।
এই ট্রিমারটির দামে এবং মানে খুবই ভালো এবং বাজেটের মধ্যে। ভিনটেজ t9 চুল কাটার মেশিনটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির।
এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হল ব্যাটারি ব্যাকআপ।
স্বাভাবিকভাবেই আপনি যখন ট্রিমার দিয়ে চুল কিংবা দাড়ি কাটবেন তখন মাঝপথে যদি ব্যাটারি শেষ হয়ে যায় তখন এটা সত্যি বিরক্তিকর।
কিন্তু ঠিক এখানেই সুবিধা আছে ভিনটেজ t9 চুল কাটার মেশিনটিতে। দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ এবং ভালো মানের কেচি ব্যবহার করা হয়েছে।
যারা চুল, দাঁড়ি এবং শেভ একত্রে করতে চায় তাদের জন্য ভিনটেজ t9 চুল কাটার মেশিন কম্বো প্যাক এর মতো কাজ করবে।
এই ট্রিমার কেনা থেকে শুরু করে ট্রিমার সম্পর্কিত সকল তথ্য ট্রিমার ওয়ার্ল্ডে পেয়ে যাবেন।
চুল কাটার মেশিন কোনটা ভালো
যারা নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য নেওয়ার কথা ভাবছেন কিংবা খুব অল্প সময়ের জন্য চুল কাটার মেশিন ব্যবহার করা লাগতে পারে তাদের জন্য ভিনটেজ t9 এক কথায় সেরা।
আর যারা ভাবছেন দোকানে ব্যবহার করবেন অথবা পারিবারিক ছোট বাচ্চা যারা আছে তাদেরও চুল কাটবেন তাহলে আপনারা ১ হাজার টাকার উপরে দেখতে পারেন।
এই ১০০০ টাকার উপরে চুল কাটার মেশিনগুলোর মডেল সম্পর্কে বলা খুবই মুশকিল।
কারণ আপনি যদি গুগলে চুল কাটার মেশিন price in bangladesh লিখে সার্চ দেন তাহলে ভালো ব্র্যান্ডের সাজেশন আসলে সেগুলো তিন থেকে চার হাজার টাকার উপরে।
আর নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য কম দামের অনেক ট্রিমার থাকলেও ভিনটেজ t9 দামে কম আছে এবং মানেও অনেক ভালো।
তাই অবশ্যই চুল কাটার মেশিন কিনতে গেলে দেখেশুনে বাছাই করে কিনবেন।
চুল কাটার মেশিনের যত্ন
একটা মেশিন কেনার পর সেটা অনেকদিন ভালো রাখার জন্য মেশিনটির যত্ন নিতে হয়। এজন্য কিছু পদক্ষেপের মাধ্যমে আপনার কেনা মেশিনটি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন।
প্রথমে যে বিষয়টি আসে সেটা হল পরিষ্কার করা। প্রতিভার মেশিন ব্যবহার করার পর সেই মেশিনটির ব্লেড সহ পুরো মেশিন পরিষ্কার রাখা।
এরপরে যে বিষয়টি আসে সেটা হল জীবানু নাশক ব্যবহার করা। অথবা প্রতিবার গরম পানি দিয়ে ধুয়ে নেওয়া।
আপনি যখন প্রত্যেকবার চুল কাটার মেশিন ব্যবহার করবেন তখন এই মেশিনটি জীবাণু নাশক হেক্সিসোল অথবা ডেটল দিয়ে ধূয়ে নিতে হবে।
এ দুইটার একটাও আপনার কাছে না থাকলে বিকল্প হিসেবে আপনি গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন।
তবে বারবার গরম পানি ব্যবহার করার চেয়েও একবারে ডেটল কিংবা হেক্সিসোল ব্যবহার করা সুবিধাজনক এবং সাশ্রয়ী।
এবং সর্বশেষ দীর্ঘদিন ব্যবহারের জন্য যে টিপসটি আপনি ফলো করতে পারেন সেটা হলো পুরাতন ব্লেড পরিবর্তন করা।
আপনি যখন একটা ব্লেড দীর্ঘদিন ব্যবহার করবেন তখন সেটি অকেজো হয়ে যেতে পারে। তখনই আপনি যদি একটা নতুন ব্লেড ব্যবহার করেন তাহলে আপনার চুল কাটার মেশিনটি দীর্ঘদিন টেকসই হবে।
শেষ কথাঃ
যারা নিজের ব্যক্তিগত প্রয়োজনে অথবা দোকানের জন্য চুল কাটার মেশিন কিনতে চান তাদের জন্য চুল কাটার মেশিন price in bangladesh এর একটা তালিকা তৈরি করেছি।
এবং কিভাবে চুল কাটার মেশিন কিনবেন অথবা কোথা থেকে কিনবেন এবং কিভাবে ব্যবহার করলে এটি দীর্ঘদিন ঠিকসই হবে সে ব্যাপারে আলোচনা করেছে।
আপনি যদি চুল কাটার মেশিন কিনতে চান তাহলে এই পোস্টটি আপনার কাজে আসবে ধন্যবাদ!
0 Comments