টিপি লিংক রাউটার দাম ২০২৪ - হোম, অফিসের জন্য রাউটার

বছরের সেরা টিপি লিংক রাউটার এর দাম ছবিসহ দেখে নিন। এবং হোম রাউটার আপনার জন্য কোনটা সেরা হবে তাও দেখে নিন।

বর্তমানে অনলাইন ব্রাউজিং, গেম খেলা সবকিছুতে ভালোমানের ইন্টরনেটের প্রয়োজন। আর সেখানে ভালো মানের রাউটারও প্রয়োজন। আর এখানে বছরের সেরা কিছু টিপি লিংক রাউটার দেখে নিন।

আজকের ব্লগে আপনাদের দেখাবো সেরা কিছু টিপি লিংক রাউটার এবং টিপি লিংক রাউটার এর দাম। তাছাড়া প্রতিটা রাউটারের ফটো সহ দিয়ে দিবো।

আশা করি আজকের ব্লগটি মনোযোগ সহকারে পড়লে আপনার জন্য প্রয়োজনীয় বা সেরা টিপি লিংক রাউটার সম্পর্কে জানতে পারবেন।

টিপি লিংক ব্র্যান্ড

ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা বিভিন্ন গ্যাজেড বিক্রয়ের সোর কোম্পানি হলো টিপি লিংক কোম্পানি। টিপি লিংক বেশ কিছু দারুন প্রোডাক্টের অফার করে আসছে।

যেমন: স্মার্ট হোম এবং বিসনেজ প্রোডাক্টঅ স্মার্ট হোমের মধ্যে রয়েছে ওয়াইফাই রাউটার, মডেম, এডাপ্টার ইত্যাদি।

তবে, টিপি লিংক সবচেয়ে বেশি পরিচিত ওয়াইফাই রাউটারের জন্য। টিপি লিংক এর রাউটারগুলো যেমন দামি তেমন কোয়ালিটিও।

আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবোেএই বছরের সেরা কিছু টিপি লিংক রাউটার সম্পর্কে।

যেগুলো দেখে আপনি আপনার জন্য সেরা রাউটারটি নির্বাচন করতে পারবেন। চলুন শুরু করা যাক।

টিপি লিংক রাউটার

টিপি লিংক রাউটারগুলো আপনি সাধারন ইউজার থেথকে শুরু করে গেমিং অনলাইন কাজ সহ প্রায় সবকিছুতেই ভালো পারফর্ম পাবেন।

আজকে আমরা টিপি লিংক রাউটারগুলোকে ফিল্টার করে দেখাবো। মানে কোন রাউটারের রেঞ্জ কত? কিংবা সিকিউরিটি কেমন? তাহলে আপনার বুঝতে সুবিবধা হবে।

টিপি লিংক রাউটার এর দাম কত?

বাজেটের মধ্যে কিছৃু সেরা সেরা টিপি লিংক রাউটার রয়েছে। আমরা সর্বপ্রথম রেঞ্জ নিয়ে আলোচনা করবো।

রেঞ্জ কি? এমন প্রশ্ন নিশ্চয়ই থাকতে  পারে!  রেঞ্জ হলো আপনার রাউটারটি কতদূর পর্যন্ত কানেক্ট থাকবে।

মানে আপনার রাউটারটি সেটআপ যায়গা থেকে আশেপাশে কতদূর পর্যন্ত আপনি ওয়াইফাই চালাতে পারবেন।

১. ২ বেডরুম এর জন্য বেশি রেঞ্জের সেরা রাউটার।

আগে আমরা আলোচনা করবো টিনের ঘরগুলোর জন্য সেরা রাউটারগুলো। তার জন্য আমার বিল্ডিং বাসাগুলোর সাথে তুলনা করবো।

প্রথমে আপনার যদি বিল্ডিং হয় তবে, আপনার বিল্ডিং এর রুম নিয়ে। আপনার বাসাতে যদি দুইটা বেডরুম থাকে তবে,

কম দামের মধ্যে TL-WR820N মডেলের রাউটারটি আপনার জন্য সেরা হবে। নিচে ফটো দেখে নিন।

টিপি লিংক রাউটার, সেরা টিপি লিংক রাউটার

এখানে দেখতে পাচ্ছেন টিপি লিংক TL-WR820N রাউটারটি। অনলাইনে এই রাউটারটির দাম রয়েছে ৳১১৫০ টাকা।  তবে এর থেকে ব্যতিক্রমিও হতে পারে।

এই রাউটারটি দুই বেডরুম ওয়ালা বাড়িতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। মানে দুই বেডরুমের মধ্যে ওয়াইফাই এর স্পিড ভালো পেতে হলে এই রাউটারটি আপনার জন্য।

২. মিডিয়াম বাজেটে বেশি রেঞ্জের রাউটার

হেডলাইনে মিডিয়াম বাজেট বলার কারন হচ্ছে আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলোতে ১৫০০ থেকে ২০০০ টাকার বাজেট মোটামুটি মিডিয়াম বললেই চলে।

আমি এই রাউটারটির কথাই বলছি। এই রাউটারটি দুই এন্টেনা বিশিষ্ঠ। আপনার ঘর যদি দুই বেডরুম যুক্ত হয় তবে,

আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারবেন। অনলাইনে এই রাউটারটির দাম ৳১৫৫০ টাকা। যদি লোকাল দোকান থেকে কিনেন তবে, কিছু কমও হতে পারে।

    উপরের দুইটা রাউটারই 300 Mbps। এবং দুইটা রাউটারই 2.4 gh ব্রান্ডের। তাই আপনি যদি একজন সাধারন ইউজার হয়ে থাকেন তবে,

    আপনার জন্য এই দুইটা রাউটারের মধ্যে যেকোনো একটা ব্যবহার করতে পারবেন। তাই আর সাধারন রাউটারের কথা না বলি।

    এবার আমরা গেমারদের জন্য সেরা কিছু রাউটার নিয়ে আলোচনা করি। বর্তমানে বাজারে গেমিং টিপি লিংক রাউটার পাওয়া যায়।

    ৩. সেরা গেমিং টিপি লিংক রাউটার

    টিপি লিংক রাউটার এর মধ্যে গেমিং বা স্ট্রিমিং রাউটার এখন পর্যন্ত আমার দেখা একটি ভালো রাউটার ভালো লেগেছে।

    মনে রাখবেন যে, এগুলোর দামও কিন্তু প্রচুর। তবে, আপনি যদি গেমিং রাউটার কিনতে চান আপনার জন্য কিছু সাজেশন থাকবে। 

    শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি সবকিছু জানতে পারবেন। যাইহোক, এখন আগে আমরা রাউটারটির ফটোটা দিই।

    টিপি লিংক রাউটার এর দাম ২০২২, সেরা টিপি লিংক রাউটার

    এই রাউটারটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। রাউটারটির দাম জানলে অবাক হবেন। আচ্ছা, আগে রাউটারটির মডেল বলি।

    রাউটারটির মডেল হচ্ছে Archer C5400X এবং রাউটারটি খুবই হাই কনফিগারের। রাউটারটির কনফিগার দেখে নিন।

    আর এই গেমিং টিপি লিংক রাউটার -টির দাম হচ্ছে ৳ ২৫,০০০ টাকা। এটা অনলাইন দাম। যদি কিনতে চান তবে, অফলাইনে ভালোভাবে দেখে কিনবেন। 

    ৪. গেমিং টিপি লিংক রাউটার এর বিকল্প

    আপনি যদি সত্যিই গেমিং রাউটিার কিনতে চান কিংবা গেমকে আরও ইনজয় করতে চান তবে, এর বিকল্পও রয়েছে।

    এতো টাকা দিয়ে রাউটার কেনা আমার ঠিক মনে হয় না। আপনি চাইলে গেমকে আরও স্মুথ করতে পারবেন এর চেয়েও কম দামের রাউটার দিয়ে।

    আপনার গেম এক্সপেরিয়েন্সটা সম্পূর্ন ইন্টারনেট এর উপর ভিত্তিত করে। মানে আপনার যদি MBPS বেশি থাকে তবে, এতো দামের রাউটিারের প্রয়োজন নেই।

    সেখানে আপনি ৩ থেকে ৪ হাজার টাকার মধ্যে একটা রাউটার দেখে কিনে নিতে পারেন। আমি এ ব্যাপারে আলোচনা করে দিই।

    ৫. গেমিং রাউটার এর বিকল্প রাউটার

    আমার দেয়া রাউটাটির সাথে আপনার মতামত নাও মিলতে পারে। তবুও আপনি দেখে নিতে পারেন। রাউটারটির মডেল হচ্ছে TP-Link Archer C6

    আপনি গুগলে গিয়ে TP-Link Archer C6 লিখে সার্চ দিলে বিস্তারিত পেয়ে যাবেন। 

    আমি মনে করি টিপি লিংক রাউটার Archer C5400X এতো দাম দিয়ে কেনার চেয়েও TP-Link Archer C6 কেনাই ভালো।

    যদি আপনার বাজেট থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন।

      শেষ কথা:

      এখানে কম দামে ভালো কোয়ালিটির রাউটার নিয়ে আলোচনা করা হয়েছে। এবং টিপি লিংক রাউটার এর দাম উল্লেখ করা হয়েছে।

      আজকের ব্লগে টিপি লিংক রাউটার কোনটা আপনার জন্য ভালো হবে, তার ধারণা দেয়ার চেষ্টা করেছি।আশা করি ধারণা পেয়েছেন। আর ব্লগটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ!

      Post a Comment

      0 Comments