বিশ্বব্যাপী নিভিয়া কোম্পানির পরিচিতি পাওয়ার সাথে সাথে বাংলাদেশেও এর পরিচিতি পাচ্ছে। বিশেষ করে নিভিয়া বডি লোশন এর মাধ্যমে পরিচিতি আরো বেড়ে গেছে।
মেয়েদের ফেসওয়াশগুলো যেমন মুখের বিভিন্ন ত্বক অনুযায়ী আছে তেমনি নিভিয়া বডি লোশন বিভিন্ন ত্বকের জন্য আছে।
সেই সাথে ত্বকের সুরক্ষা এবং যত্নের জন্য অন্যান্য বডি লোশন এর চেয়ে নিভিয়া বডি লোশন অনেক জনপ্রিয়।
তাই আপনারা যারা বড়লোক ব্যবহার করবেন ভাবছেন এবং সেই সাথে নিভিয়া কোম্পানির বডি লোশন ব্যবহার করবেন তারা আজকের এই পোস্টটি পড়ে কিছুটা উপকৃত হবেন।
বডি লোশন কেনো ব্যবহার করা হয়?
আপনি যখন নিভিয়া বডি লোশন এর দাম সম্পর্কে জানতে চাচ্ছেন তখন অবশ্যই কেন বডি লোশন ব্যবহার করেন সে সম্পর্কেও আপনার ধারণা আছে।
কিন্তু আমি যদি সহজ ভাবে আপনার জানা কারণে সাথে আরও কিছু কারণযুক্ত করে তাহলে আপনি বডি লোশন ব্যবহার সম্পর্কে আরো ভালো জানতে পারবেন।
প্রাথমিকভাবে বডি লোশন ব্যবহার করা হয় মূলত ত্বকের শুষ্কতা থেকে ত্বককে রক্ষা করা এবং মশ্চারাইজ করা।
বডি লোশন গুলো মূলত তৈরি করা হয় বাধা তৈরি করার উপাদান থেকে। অর্থাৎ বডি লোশন গুলোতে এমন উপাদান থাকে যেগুলো বাইরের পরিবেশ থেকে শরীরে কোন কিছু প্রবেশ করতে বাধা দেয়।
এতে করে আপনার ত্বক সব সময় পরিষ্কার থাকে বাহিরের ধুলাবালি থেকে নিরাপদ থাকে।
এমনকি সূর্যের ক্ষতিকর অতি বেগুনী রশ্মি থেকেও বডি লোশন গুলো আপনার ত্বককে রক্ষা করতে সক্ষম।
এছাড়াও যারা রীতিমতো বডি লোশন ব্যবহার করে তাদের শরীরে নানা সমস্যা যেমন একজিমা, চুলকানি এবং এলার্জি ইত্যাদি প্রতিরোধ করতে সক্ষম।
নিয়মিত বডি লোশন ব্যবহারের ফলে আপনার ত্বকের টোন উন্নত হয়। এবং শুষ্ক কে নমনীয় করে তোলে।
সেই সাথে কালো দাগ বয়সের চাপ ইত্যাদিকে সামঞ্জস্য রাখে। এবং সেই সাথে তোকে করে তোলো মসৃণ।
আর সব সময় যে ব্যাপারটি হয় সেটি হল ত্বককে সুগন্ধিময় করে তোলে। এটা আপনারা নিজেরাও অনুভব করতে পারবেন।
কেনো নিভিয়া বডি লোশন ব্যবহার করবেন?
এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাজারে অন্যান্য বডি লোশন থাকা সত্ত্বেও আপনারা কেন নিভিয়া বডি লোশন ব্যবহার করবেন।
মেয়েদের ত্বকের ধরন অনুযায়ী যেরকম ফেসওয়াশ আছে সেরকম আপনার ত্বক অনুযায়ী আপনি বডি লোশন ব্যবহার করতে পারবেন।
তখন অনুযায়ী বডি লোশন ব্যবহারের ক্ষেত্রে নিভিয়া সব সময় সেরা। এর কারণ হিসেবে বলতে পারি যে প্রতিটা ত্বকের জন্য আলাদা আলাদা করে নিভিয়া অনেকগুলো বডি লোশন তৈরি করেছে।
তাই আপনার যেকোনো ত্বকই হোক না কেন আপনি আপনার তো অনুযায়ী নিভিয়ার বডি লোশন পেয়ে যাবেন।
এছাড়াও মশ্চারাইজেশন এর জন্য এবং আপনার বর্তমান ত্বককে রক্ষায় নিভিয়া একটি প্রয়োজনীয় সমাধান।
আবার নিভিয়া বডি লোশন ব্যবহারের ফলে আপনার তোকে সব সময় সুগন্ধি বজায় থাকবে সেই সাথে ত্বকের টোন উন্নতি করবে। আবার আপনার ত্বককে করে তুলবে মসৃণ।
বিভিন্ন ধরনের নিভিয়া বডি লোশন
নিভিয়া কোম্পানি বিভিন্ন ত্বক অনুযায়ী বিভিন্ন লোশন তৈরি করে। যাতে করে আলাদা আলাদা ত্বক অনুযায়ী আলাদা আলাদা সুবিধা পাওয়া যায়।
এমনিতে এটাই স্বাভাবিক যে প্রতিটা ত্বকের জন্য যেকোন একটা বডি লোশন কাজ করবে না।
এবং সবগুলো ত্বকের বৈশিষ্ট্য এক রকম হয় না। এবং আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা গুনাগুনের বডি লোশন প্রয়োজন এমনটাই স্বাভাবিক।
তাই নিভিয়া এমনটা চিন্তা করে অনেক ধরনের বডি লোশন তৈরি করে থাকে।
ত্বকগুলো হলোঃ
- শুষ্ক ত্বকঃ আমাদের দেশে অধিকাংশ মানুষের শুষ্ক ত্বক হয়ে থাকে। এবং এই শুষ্ক ত্বকের জন্য প্রয়োজন ভারি ময়েশ্চারযুক্ত লোশন।
- স্বাভাবিক ত্বকঃ স্বাভাবিক ত্বকের জন্য যদি লোশন ব্যবহার করতে হয় তাহলে স্বাভাবিক ত্বকের জন্য হালকা ওজনের লোশন প্রয়োজন।
- তৈলাক্ত ত্বকঃ শুষ্ক ত্বকের পাশাপাশি তৈলাক্ত ত্বকের মানুষও অনেক দেখা যায়। এদের জন্য প্রয়োজন জেল বা হালকা লোশন।
এখন আপনার ত্বক অনুযায়ী আপনি কোন লোশনটি ব্যবহার করবেন তা আপনি নিচে দেওয়া নেভিয়া বডি লোশন এর গুনাগুন দেখে বুঝতে পারবেন।
১. Nivea Body Lotion Extra Whitening Cell Repair
এই লোশনটির অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে প্রধানত হল এই লোশনটি আপনার ত্বককে উজ্জ্বল এবং ময়শ্চারাইজ করবে।
সেই সাথে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচাবে। সেই সাথে আপনার ক্ষতিগ্রস্ত ত্বককে বাঁচাবে।
অর্থাৎ আপনার ত্বকের যদি কোন কোষ মারা যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয় অথবা দুর্বল থাকে সেক্ষেত্রে এই লোশনটি ভালো কাজ করবে।
এটিতে আছে ভিটামিন সি এবং SPF 15, যা আপনার ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি রোদের আলো থেকে ত্বককে সতেজ রাখবে।
যখনই SPF বা Sun Protection Factor এর কথা আসবে তখন চোখ বন্ধ করে নিভিয়া বডি লোশন এর কথা আসবে।
কারণ Nivea Body Lotion গুলো SPF বা Sun Protection Factor এর উপাদান ব্যবহার করা হয়।
এর কারণেই নিভিয়া বডি লোশন প্রতিটা মানুষের কাছে অনেক জনপ্রিয়। এবং অন্যান্য বডি লোশন এর তুলনায় নিভিয়া বডি লোশন এগিয়ে আছে।
২. Nivea Nourishing Body Milk
যারা দীর্ঘদিনের জন্য আপনাদের ত্বক উজ্জ্বল করতে চান তাহলে আপনাদের জন্য Nivea Nourishing Body Milk।
বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তাদের ত্বককে দীর্ঘদিনের জন্য মশ্চারাইজ করার জন্য এই বডি লোশনটি খুবই কার্যকরী।
বলা চলে এটা খুবই জনপ্রিয়। কারণ এটা প্রাককৃতিক তেল এবং হাইড্রেশন লক ফর্মুলা দ্বারা তৈরি যা শুষ্ক ত্বককে নরম এবং মসৃণ করে।
তাই আপনার ত্বককে নমনীয় এবং দীর্ঘদিনের সৌন্দর্য বাড়াতে এই Nivea Nourishing Body Milk ব্যবহার করে দেখতে পারেন।
৩. Nivea Aloe Hydration Body Lotion
আমাদের অনেকের শুষ্ক তো কিংবা অন্য যেকোনো ত্বকে বেশিরভাগ সময় জ্বালাপোড়া করতে থাকে।
এবং দেখা যায় যে এই জ্বালাপোড়ার কারণে অনেকের অনেক অনেক শুষ্ক হয়ে যায়। শুষ্ক ত্বকেরও জ্বালাপোড়া হয় আবার জ্বালাপোড়া করতে করতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
এই সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারেন Nivea Aloe Hydration Body Lotion। যা আপনার ত্বককে মশ্চারাইজ করার পাশাপাশি শীতল করে দেবে।
এর ফলে আপনার ত্বকের জ্বালাপোড়া কমে যাবে। এবং ত্বকের সৌন্দর্য বেড়ে যাবে।
এটি মূলত এলোভেরা এবং প্রাকৃতিক মাসচারাইজ দ্বারা গঠিত যা শুষ্ক ত্বকের শুষ্কতা দূর করে এবং জ্বালাপোড়া ভাব দূর করে।
৪. Nivea Smooth Milk Body Lotion
এ লোশনটি আপনার ত্বককে মসৃণ করে। বিশেষ করে শুষ্ক ত্বকগুলোকে নিভীড়ভাবে স্মুথ করে। যেটি ৪৮ ঘন্টা পর্যন্ত কাজ করে।
আমাদের অনেকের শরীরে দেখা যায় চিমটি আটকানো থাকে। মানে আমরা যেটাকে একটু শুকনো বলে থাকি।
আপনার যদি এমন হয়ে থাকে তাহলে এটি আপনার ত্বককে স্বাস্থ্যকর করে তুলবে। যেটা দেখতে খুব আকর্ষণীয় হবে।
এবং আপনার ত্বককে নমনীয় ও কোমল করে তুলবে।
৫. Nivea Cocoa Butter Body Lotion
প্রায় বেশিরভাগ বডি লোশন গুলোই মূলত শুষ্ক ত্বককে নমনীয় এবং কোমল করে তোলে।
এর কারণ হলো আমাদের ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকের সাথে সাথে আমাদেরকেও একটু রোগা পাতলা লাগে।
এজন্য Nivea Cocoa Butter Body Lotion আপনার এমনটা মনে হবে না। কারণ Nivea Smooth Milk Body Lotion এর চেয়েও এ লোশনটি শুষ্ক ত্বককে আরো গভীরভাবে ময়শ্চারাইজ করে।
এবং এই লোশনটিতে ভিটামিন ই ব্যবহার করা হয়েছে যাতে আপনার ত্বককে ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করতে পারে।
এই লোশনটির ঘ্রাণ অত্যন্ত সুগন্ধিময়। এবং এই বডি লোশনটিতে আছে কোকোয়া বাটার সুগন্ধি।
নিভিয়া বডি লোশন দাম বাংলাদেশ
বাংলাদেশের নিভিয়া কোম্পানি অনেক স্কিন কেয়ার আইটেম সাপ্লাই করে থাকে। এগুলোর মধ্যে নিভিয়া বডি লোশনও আছে।
এবং নিভিয়ার বডি লোশন গুলোর গুণগত মান অনেক ভালো হয় এটি বাংলাদেশ অনেক সুপরিচিত।
তাই আমি উপরে নিভিয়া’র কিছু বডি লোশন সম্পর্কে বিস্তারিত বলেছি। এবং নিচে আমি কিছু বডি লোশন এর দাম উল্লেখ করব।
Nivea Body Lotion Extra Whitening Cell Repair (200ml):
- দাম: ৩৮০ থেকে ৫২০ টাকা
Nivea Nourishing Body Milk (250ml):
- দাম: ৪২০ থেকে ৫৭০ টাকা
Nivea Aloe Hydration Body Lotion (200ml):
- দাম: ৩২০ থেকে ৪৭০ টাকা
Nivea Smooth Milk Body Lotion (250ml):
- দাম: ৪৭০ থেকে ৬২০ টাকা
Nivea Cocoa Butter Body Lotion (200ml):
- দাম: ৩৭০ থেকে ৫২০ টাকা
এ লোশনগুলো সচরাচর ব্যবহার করা হয় এবং বাংলাদেশের মানুষ যেন লোশন গুলো বেশি কিনে থাকে।
তবে একটা কথা বলে রাখি সেটা হল এ লোশন গুলোর এখানে যে দাম আছে এই দাম কখনোই নাও মিলতে পারে।
তাই আপনারা দোকানে গিয়ে অথবা অনলাইনে অর্ডার করার সময় এই দামগুলো রেফার করবেন না।
বডি লোশন ব্যবহার করার আগে সর্তকতা
আপনারা অনেকেই জেনে থাকবেন যে স্কিন কেয়ার আইটেমগুলো সঠিকভাবে ব্যবহার করতে না পারলে স্কিনের অনেক ক্ষতি হয়।
পুরো স্কিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ও থাকে। এছাড়াও ভুল কোন লোশন বা ফেসওয়াশ ব্যবহার করার ফলে আপনার শরীর কিংবা চেহারার ত্বক নষ্ট হয়ে যেতে পারে।
তাই বডি লোশন সহজে কোন স্কিন কেয়ার আইটেম ব্যবহার করার পূর্বে একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
তাতে করে আপনার শরীরের ত্বকের সাথে যে লোশনটি ব্যবহার করলে কোন ক্ষতি হবে না তা জানতে পারবেন।
এজন্য বলেই সুন্দর হওয়ার জন্য কিংবা নিজের ত্বক বাঁচানোর জন্য কোন প্রকার ভুল লোশন ব্যবহার করবেন না।
এতে আপনার ত্বকের যত্নের বদলে অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। তাই এখনই সতর্ক হোন।
শেষ কথাঃ
বাংলাদেশ নিভিয়া ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক জনপ্রিয়। যেমন নিভিয়া বডি লোশন এবং নিভিয়া ফেসওয়াস ইত্যাদি।
এর জন্য আজকের এই পোস্টটিতে আমি নিভিয়া বডি লোশন দাম বাংলাদেশ নিয়ে আলোচনা করেছি।
যাতে আপনারা ধারণা নিতে পারেন যে নিভিয়া বডি লোশন গুলোর দাম বাংলাদেশে কেমন হয়ে থাকে।
আজকের এই পোস্টটি পড়ে উপকৃত হলে শেয়ার করে দিবেন। আর কোন মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ!
0 Comments