অনেকে হয়তো জানে না যে বাংলাদেশে বসে আলিবাবা থেকে প্রোডাক্ট অর্ডার করা যায়। তাদের না জানার কারণে আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবো এমন একটা প্রশ্ন তৈরি হয়।
বর্তমান সময়ে সারা বিশ্বে অতি পরিচিত একটি ই-কমার্স সাইট হচ্ছে আলিবাবা। এবং প্রতিনিয়ত ও সারা বিশ্বের বিভিন্ন দেশে আলিবাবার প্রোডাক্ট বিক্রি হয়ে থাকে।
যেহেতু বাংলাদেশে আলিবাবার কোন অফিসিয়াল কার্যক্রম নেই তাই বাংলাদেশে বসে আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবো তার বিস্তারিত জানতে পারবেন।
আলিবাবা অনলাইন শপিং
আলিবাবা (Alibaba) চায়নায় প্রতিষ্ঠিত বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান। যেখানে অনলাইন ভিত্তিক পাইকারি কেনাকাটা হয়ে থাকে।
পাইকারি দরে অর্থাৎ কম দামে আলিবাবা পণ্য পাওয়া যায় বলে সবাই আলিবাবা থেকে পণ্য কেনার জন্য অধির আগ্রহ প্রকাশ করে।
এবং প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক হওয়ায় এখানে প্রোডাক্ট এর কালেকশন এর অভাব নেই। এর বিশেষ কারণ হলো সেলারগণ।
আলিবাবাতে অসংখ্য সেলার রয়েছে। এবং কোন সেলারই নির্দিষ্ট জায়গার নয়। তারা সবাই আন্তর্জাতিকভাবে একেক জন একেক দেশ থেকে।
আমাদের দেশের পাইকারি দোকানদাররা অধিকাংশই আলিবাবা থেকে প্রোডাক্ট অর্ডার করে থাকে। এবং পরে সেগুলো খুচরা বিক্রি করে।
এতে প্রচুর লাভ হয়ে থাকে। আবার দোকারদারদের পাশাপাশি সেল্প ক্রয় বিক্রয়ও হয়ে থাকে। মানে আমি আপনিও চাইলে অর্ডার করতে পারবো।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অফিশিয়ালি আলিবাবার কোনো কার্যক্রম হয় না। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই।
এখনকার সময়ে ঘরে বসে আলিবাবা থেকে প্রোডাক্ট অর্ডার দেওয়া যায়। বাংলাদেশে আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবো তার বিস্তারিত একটু পরেই জানতে পারবেন।
আলিবাবা অনলাইন শপিং বাংলাদেশ
আমাদের দেশে এখনো আলিবাবার কোনো কার্যক্রম নেই যেটা আমি আগে অনেকবার বলেছি।
সাধারণত আমাদের দেশের ই-কমার্স প্রতিষ্ঠান যেমন দারাজ, তারা তাদের কার্যক্রম পরিচালনার জন্য অনেকগুলো শোরুম বিভিন্ন জেলায় স্থাপন করেছিল।
এর ফলে দ্রুত ডেলিভারি এবং দ্রুত পেমেন্ট দেওয়া নেওয়ার ব্যবস্থা রয়েছে। এবং সেখানে আমাদের দেশে আলীবাবার কোনো শোরুম নেই।
যার ফলে প্রোডাক্ট অর্ডার করার পর ডেলিভারিতে একটু দেরি হতে পারে। হতে পারে বলতে দেরিই হয়। কারণ, আমাদের দেশে এর কোনো কার্যক্রমই নেই।
তারপরও বাংলাদেশ থেকে আলিবাবার প্রোডাক্ট ক্রয় করা যায়। চলুন তাহলে জেনে নেই আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবো।
আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবো
বাংলাদেশে বসে আলিবাবা থেকে পণ্য কেনার জন্য প্রথমে আলিবাবার মোবাইল অ্যাপসটি ইন্সটল করে নিবেন।
গুগল প্লে স্টোরে গিয়ে Alibaba লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যাপ ইন্সটল করার জন্য বিস্তারিত বলে আর বেশি লিখবো না।
আপনাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আলিবাবা অ্যাপে সাইন-আপ অথবা লগইন করতে হবে।
সরাসরি অ্যাপটি ওপেন করে নিবেন। আলিবাবা অ্যাপটিতে সাধারনত দুইটা ক্যাটাগরি নজরে আসবে।
- প্রোডাক্ট
- ম্যানুফ্যাকচার
সংক্ষেপে প্রোডাক্ট এবং ম্যানুফ্যাকচার এর বিবরণ দিতে গেলে প্রোডাক্ট হচ্ছে আপনি যখন তৈরিকৃত কোন মাল ক্রয় কিংবা বিক্রয় করবেন।
আর ম্যানুফেকচার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল। ম্যানুফেকচার সম্পর্কে আরো বিবরণ রয়েছে। সেগুলো অন্য কোনোদিন শেয়ার করবো।
যাইহোক! আমরা আজকে যে ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। যেহেতু আমাদের প্রয়োজনীয় এবং ব্যবহারযোগ্য পন্যের প্রয়োজন হবে তাই আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো।
আলিবাবা থেকে পণ্য কেনার সময় একটা কথা মাথায় রাখবেন যে আলিবাবা মূলত পাইকারি কেনাবেচার একটি প্রতিষ্ঠান।
তাই এখানে সর্বনিম্ন অর্ডার 10 পিস কিংবা 100 পিস তার উপরে কিংবা তার নিচে বিভিন্ন দরের হয়ে থাকে।
যেহেতু আমি আপনি ব্যবসার উদ্দেশ্যে কিনব না। অর্থাৎ আমরা দৈনন্দিন ব্যবহারের জন্য সাধারণভাবে যেকোনো পণ্যের এক পিস কিনব।
তাই কিভাবে আপনি মাত্র এক পিস প্রোডাক্ট আলিবাবা থেকে অর্ডার করতে পারেন এ ব্যাপারে আমি বিস্তারিত গাইড করবো করবো।
বাংলাদেশে বসে আলিবাবা থেকে পণ্য অর্ডার করার নিয়ম
স্বাভাবিকভাবে অন্যান্য ই-কমার্স সাইট থেকে কিভাবে পণ্য কিনতে হয় এখানেও ঠিক একইভাবে পণ্য কিনতে পারবেন।
আপনি যে প্রোডাক্টটি কিনবেন সেটা যদি হোমপেজে না পান তাহলে সার্চ বারে গিয়ে সার্চ করুন। আপনি একটা প্রোডাক্ট সার্চ করে এবং সেই প্রোডাক্ট আপনাদেরকে কিনে দেখাবো।
আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবো এটা যদি আপনার জানার ইচ্ছে থাকে তাহলে নিচের স্টেপগুলো ফলো করুন।
আলিবাবা সার্চ বারে গিয়ে 🔍Boya mic লিখে সার্চ করলাম। আপনি যদি শব্দটি সার্চ বারে লিখেন তাহলে অনেকগুলো সাজেশন পেয়ে যাবেন।
এরপর আপনার কাছে প্রোডাক্ট লিস্ট চলে আসবে। যেকোনো প্রডাক্টের ক্লিক করার আগে প্রথমেঃ
- ডেসক্রিপশন
- তারপর প্রাইস
- পিস (পরিমান)
- কান্ট্রি রয়েছে (নিচের ফটোটি দেখলে বুঝতে পারবেন)
যেহেতু আপনি একটি প্রোডাক্ট অর্ডার করবেন তাই, পিস অপশনটিতে যদি ১ পিস থাকে তাহলে সে প্রোডাক্ট এর উপরে ক্লিক করবেন।
১ পিস এর মানে হলো আপনি সর্বনিম্ন এক পিস অর্ডার করতে পারবেন। অনেকগুলোতে ২ পিস, ১০ পিস কিংবা ১০০ পিস থাকে।
সেগুলো অর্ডার করতে হলে সর্বনিম্ন ২ পিস, ১০ পিস কিংবা ১০০ পিস অর্ডার করতে হবে। অর্থাৎ সর্বনিম্ন যে পরিমান থাকবে সেই পরিমাণ অর্ডার করতে হবে।
তাহলে আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবোঃ
- প্রোডাক্ট সিলেক্ট করুন
- পিস (পমিনান দেখুন)। একটি হলে সেই প্রোডাক্ট সিলেক্ট করবেন।
- যেকোনো প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য রিভিউ দেখুন।
- শিপিং ঠিকানা চেক করে নিন (নিচের ফটোটি দেখুন)
সবকিছু ঠিকঠাক থাকলে “স্টার্ট অর্ডার” নামে একটা বাটন দেখতে পাবেন। অর্ডার করার জন্য সে বাটনে ক্লিক করবেন।
অর্ডার করার আগে কোনো প্রশ্ন থাকলে “চ্যাট” তে ক্লিক করে চ্যাট করতে পারবেন।
পুরোপুরি অর্ডার করার জন্য আপনাকে প্রোডাক্টের ধরণ নির্বাচন করতে হবে। যেমন প্রোডাক্টের কালার, পরিমান, সাইজ ইত্যাদি সিলেক্ট করতে হবে।
পণ্যের রিভিউ ও সরবরাহকারীর রেটিং যাচাই
আপনাকে বলে রাখি যে আপনি যখন ঠিক করেছেন আলিবাবা থেকে প্রোডাক্ট অর্ডার দিবেন তবে এর আগে আপনাকে আরো একটি কাজ করতে হবে।
আর সেটা হল যে প্রোডাক্টটি কিনবেন সেই প্রোডাক্টটির রিভিউ দেখে নেওয়া। আপনি যে সেলার থেকে পণ্যটি কিনবেন ওই সেলারের স্টোর ভিজিট করবেন।
এতে করে আপনি ওই সেলারের প্রোডাক্ট সম্পর্কে ধারণা পাবেন। এবং সেই সাথে সেলার সম্পর্কেও ধারণা পাবেন।
আপনি যেহেতু একটা ই-কমার্স সাইট থেকে প্রোডাক্ট কিনছেন সেক্ষেত্রে এই প্রোডাক্টটি স্ক্যাম হতেই পারে এটা স্বাভাবিক।
আর অবশ্যই যে প্রোডাক্টটি কিনবেন সেই প্রোডাক্টটির রেটিং এবং রিভিউ ভালোভাবে দেখা।
আপনি যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি যদি অন্য কেউ আগে কিনে থাকে তাহলে সেখানে রিভিউ থাকবে এবং রেটিং থাকবে।
এতে করে আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি আগে যারা কিনেছে তারা আসলে প্রোডাক্টটি কেমন পেয়েছে।
আলিবাবা পেমেন্ট মেথড
আলিবাবা থেকে পন্য কেনার পর পেমেন্ট করতে হবে। আসলে যত সমস্যা এখানে। আলিবাবাতে পেমেন্ট করার জন্য ডলারে পে করতে হয়।
আর ডলারে পে করতে হলে ডুয়েল কারেন্সির কার্ড লাগে। যেটা আমাদের দেশের সবাই নিতে পারে না। না পারার কারণ হচ্ছে এটা খুবই ঝামেলার।
হঠাৎ একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে হলে একটা পাসপোর্ট লাগে। আর, একটা পাসপোর্ট করতে যেমন ঝামেলা তেমন খরচও আছে।
সব মিলিয়ে আলিবাবার পেমেন্ট খুবই ঝামেলার। যদি কারো নিচের অপশনগুলো তাকে তবে তারা পেমেন্ট করতে পারবে।
Wire Transfer
Credit Card
Online Transfer
Westunion/ Boleto
D/P
L/C
পেমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আলিবাবা অফিশিয়াল পেমেন্ট মেথড দেখুন। এখানে রয়েছে।
উপরের অপশনগুলো না থাকলেও আপনি আলিবাবা থেকে পন্য কিনতে পারবেন। অবাক লাগছে তাই না??
সেক্ষেত্রে আপনাকে কোনো থার্ড-পার্টির সহায়তা নিতে হবে। মানে যাদের ডুয়েল কারেন্সির কার্ড রয়েছে তাদের কার্ডের মাধ্যমে পেমেন্টে করতে হবে।
এরকম অনেক লোকে পুরো একটা ব্যবসা বডিসয়ে দেয়। অর্থাৎ তারা তাদের কার্ডের মাধ্যমে মানুষের প্রোডাক্টগুলোর পেমেন্ট করে।
এবং তারাও লাভ করে। এভাবে আপনার পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে পেমেন্ট করাতে পারেন।
আলিবাবা থেকে পণ্য কেনার কিছু সতর্কতা।
এটা যেহেতু একটা আন্তর্জাতিক ই-কমার্স প্লাটফর্ম এখানে কিন্তু আপনি সহজেই প্রতারিত হতে পারেন। এক্ষেত্রে আপনি অভিযোগ করারও কোন অপশন পাবেন না।
সেজন্য প্রোডাক্ট অর্ডার দেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্ট সম্পর্কে মনোযোগ দিবেন।
যেমন আপনি যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন ওই একই প্রোডাক্ট অন্যান্য সেলার কেমন দামে বিক্রি করছে।
কিংবা আপনার সেলার এই প্রোডাক্টটি সম্পর্কে কোন শর্ত দিচ্ছে কিনা। সবচেয়ে ভালো হবে আপনি যখন সেলারের সাথে সরাসরি কথা বলবেন।
এছাড়াও আপনি যখন প্রোডাক্টটির শিপমেন্ট কিংবা ডেলিভারি নিতে যাবেন সেক্ষেত্রে কি কি পদ্ধতি আছে তা অনুসরণ করা।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হল পেমেন্ট ব্যবস্থা। আপনার জন্য ভালো হবে আপনি বৈধভাবে সিকিউর পেমেন্ট করা।
এছাড়াও আপনি পণ্যটি কেনার সময় দাম একটু তুলনা করবেন। কারণ হতে পারে আপনি যদি অল্প টাকায় লোভনীয় কোন অফার দেখে অর্ডার করেন তাহলে প্রোডাক্টটি স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে।
আলিবাবা’র পন্য হাতে পাওয়া
আপনি বাংলাদেশে বসে আলিবাবার পন্য হাতে পেতে চাইলে প্রথমে উপরের নিয়মে অর্ডার সম্পূর্ণ করে পেমেন্ট করে দিবেন।
এরপর আপনার শিপিং লোকেশন অনুযায়ী তারা পার্সেল আকারে পাঠিয়ে দিবে। এভাবেই আপনি আলিবাবা’র প্রোডাক্ট আপনার হাতে আনতে পারবেন।
আলিবাবা কোন দেশের কোম্পানি?
আলিবাবা চায়নার একটি বহুজাতিক কোম্পানি
আলিবাবা শোরুম ইন বাংলাদেশ
বাংলাদেশের মধ্যে আলী বাবার এখনো কোনো অফিশিয়ালি শোরুম নেই
আলিবাবা শোরুম ইন ঢাকা
যেহেতু বাংলাদেশে আলিবাবার কোন শোরুম নেই। তাই ঢাকায় ও আলিবাবার কোন শোরুম নেই।
শেষ কথাঃ
বাংলাদেশীদের একটা কমন প্রশ্ন যে আলিবাবা থেকে কিভাবে পণ্য কিনবো? আপনি যদি উপরের নিয়ম ফলো করেন তাহলে সহজেই আলিবাবা থেকে পন্য কিকনতে পারবেন।
আশা করি বুঝতে পেরেছেন। আর, আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ!
0 Comments